পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজাতে মাঠে নেমেছে কাটিগড়া কংগ্রেস

Spread the love

দীপন দাস, কাটিগড়া, ২৯ অক্টোবর : কাটিগড়া ব্লক কংগ্রেস নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মণ্ডল কমিটিকে নিয়ে গ্রামে গ্রামে সভা করে দলের তৃণমূল কর্মীদের সাথে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে বর্তমান সরকারের জন বিরোধী নীতি গুলো তুলে ধরছে।

ইতি মধ্যেই লেভারপুতা, হরিনগর গাঁও পঞ্চায়েতে সাংগঠনিক সভা সেরে শনিবার রাজারটিলা এবং কাটিগড়া গাঁও পঞ্চায়েতে সভা করে কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটি।

শনিবার প্রথমে রাজারটিলা গাঁও পঞ্চায়েত এলাকায় মন্ডল সভাপতি জামাল উদ্দিন লস্করের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করেন স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থক সহ কয়েক শতাধিক জনতা।

পরে এদিন সন্ধ্যায় চেরাগী বাজার সংলগ্ন স্থানে কাটিগড়ার মণ্ডল সভাপতি হবিবুর রহমানের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বর্তমান সরকারের বিভিন্ন জন বিরোধী নীতি এবং বিরোধী দলের বিধায়কদের প্রতি সরকারের বৈষম্য মূলক আচরণের দিক তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, বিজেপি দল পরিচালিত ড০ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকারের কাজ কর্মে অতিষ্ঠ হলেও জনস্বার্থে সরকার বিরোধী কোনও আন্দোলনে পথে নামতে ভয় পাচ্ছেন বিরোধী দলসহ বুদ্ধিজীবীমহল।

কারণ গণতান্ত্রিক দেশে এই সরকারের যে কোনও নীতির সমালোচনা করলেই, হয় এনকাউন্টার নাহয় দেশদ্রোহী মামলার শিকার হতে হয়। উভয় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমদ চৌধুরী, কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তা বিশ্বজিৎ মালাকার, রাজারটিলা জিপি সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, কাটিগড়া ব্লক কংগ্রেসের আমিনুল হক চৌধুরী,  মৃদুল কান্তি নাগ,  নিখিলেশ দেব, তপন কুমার দাস, কাটিগড়া গাঁও পঞ্চায়েতর সভাপতি মনসুর আহমদ, কাটিগড়া ব্লক কংগ্রেস সরফুল আলম চৌধুরী, কাটিগড়া সমষ্টি যুব কংগ্রেস সভাপতি তারিক আজিজ বড়ভূঁইয়া, আব্দুল কাদির, সামসুল চৌধুরী, বিলাল মাঝারভূইয়া প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token