আগরতলা, ১৯ জানুয়ারি : বিজেপি কর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ত্রিপুরা কংগ্রেসের ইনচার্জ তথা এআইসিসি সাধারণ সম্পাদক অজয় কুমার।
নির্বাচন কমিশন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পর কংগ্রেস দল একটি মোটরসাইকেল র্যালিতে বের করে, এই র্যালিতে বিজেপি কর্মীরা হামলা চালায়।
এতে গুরত্বর আহত হন ত্রিপুরা কংগ্রেসের ইনচার্জ তথা এআইসিসি সাধারণ সম্পাদক অজয় কুমার, এছাড়াও প্রাক্তন ত্রিপুরা কংগ্রেস প্রধান গোপাল রায় এবং অন্য দুই নেতা রতন দাস ও বিজয় দাস গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ত্রিপুরার পশ্চিম জেলার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানিয়ায়।
উল্লেখ্য যে, ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী মজলিশপুর কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক। তাঁর উপস্থিতিতে এই হামলা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।
কংরেসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইক র্যালি মজলিশপুরে পৌঁছলে ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী হঠাৎ সমাবেশের সামনে এসে থামানোর চেষ্টা করেন।
সমাবেশ না থামানোয় তার কিছু সমর্থক পাথর ছুঁড়তে শুরু করে।
কুমার আরও অভিযোগ করেন যে সমাবেশটি যখন এগিয়ে যেতে শুরু করে সেই সময় বিজেপি সমর্থিত গুন্ডা তাকে এবং অন্যদের উপর রড দিয়ে আক্রমণ করে।
তিনি প্রশ্ন তুলে বলেন, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের কী হবে? কুমার বলেন, আমার মাথায়, পিঠে ও মুখে আঘাত লেগেছে।
পুলিশের সামনেই ঘটনাটি ঘটে। ঘটনার সময় সিআরপিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে তিনি অভিযোগ করেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিজেপি মন্ত্রী এবং কংগ্রেস নেতাদের একে অপরের সাথে ঝগড়া করতে দেখা গেছে। এই বিষয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কিরণ গিত্তে বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি যে মজলিশপুর বিধানসভায় একটি সমাবেশ ছিল যেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।