ধলাই, ২ নভেম্বর : কিছুতেই থেমে নেই অবৈধ চোরাচালান বাণিজ্য।
প্রতিদিনই বিভিন্ন ধরনের চোরাই সামগ্রী সহ আসাম মিজোরাম সীমান্তে ধলাই ও লায়লাপুর পুলিশের হাতে আটকা পড়ছে বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী।
প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে নিজেদের চোরাচালান বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়া চেষ্টায় মাফিয়ারা।
কন্টেইনার, অয়েল ট্যাংকার, যাত্রী বাস, বিলাসী বাহন থেকে শুরু করে লরির গোপন চেম্বার।
এবার আরো একটি নতুন কৌশলে সুপারি পাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশের হাতে ধরা পড়লো বহির রাজ্যের দুই পাচারকারী।
বিআর ৩২ জিবি ০৩৭৫ নম্বরে একটি ১২ চাকার লরির গোপন চেম্বার থেকে পুলিশ উদ্ধার করে ২১০০ কেজি বার্মিজ সুপারি।
বুধবার বেলা দেড়টার দিকে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখে নাকা চেকিং চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আশা সংশ্লিষ্ট লরিটিকে আটক করে পুলিশ।
তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়িতে সুপারি বুঝাই রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি সমেত চালক ও সহ চালককে আটক করে।
গাড়ি চালক বছর ২৯ এর সত্যনারায়ণ যাদব, বিহার রাজ্যের মধুবনী জেলার বিজালিপুরের বাসিন্দা ও সহ চালক বছর ২৩ এর সনু কুমার একই রাজ্যের সুপাউল জেলার পিপরাহি গ্রামের বাসিন্দা। উভয়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।