গোপাল শর্মা অ্যান্ড কোম্পানি নামের অফিসে জিএসটি আধিকারিকদের অভিযান
আগরতলা, ২ নভেম্বর : আগরতলায় অননুমোদিত এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে অফিসে অভিযান চালালেন জিএসটি আধিকারিকরা।
গোপাল শর্মা অ্যান্ড কোম্পানি নামের একটি সিএ ফার্মের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনিক নিয়ম না মেনে কাজ করার অভিযোগ ছিল জিএসটি আধিকারিকদের কাছে।
সে অনুযায়ী আজ এই অভিযান চালান জিএসটি আধিকারিকরা।
এই ফার্মের বিরুদ্ধে আগরতলা শহরের বাণিজ্য করিডোরের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং ত্রিপুরায় তাদের কোনো নিবন্ধন নেই।
তবে, ফার্মটির আসামে নিবন্ধন রয়েছে বলে জানা গেছে।
আধিকারিকরা জানান, অভিযানে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে এবং প্রতিষ্ঠানের কম্পিউটার ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ফার্মটি প্রায় ২.৫ কোটি টাকার জাল আইটিসি ‘আয়কর ক্রেডিট’ করেছে বলে অভিযোগ রয়েছে।