ধুবরীর, ৩ নভেম্বর : আজ আসামের ধুবরী জেলার গোলকগঞ্জ থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন সারা ভারত কংগ্রেস কমিটির নিখিল ভারত কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক তথা আসামের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও কেন্দ্রীয় সম্পাদক পৃথ্বীরাজ সাটে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বুপেন বড়া, কার্যকরী সভাপতি কমলক্ষ দেব পুরকায়স্থ, রানা গোস্বামী, জাকির হোসেন ও কংগ্রেস দলের অন্যান্য বিধায়ক সহ সাংসদ গৌরব গগই, প্রদ্যুৎপদ বড়দলই, প্রাক্তন সাংসদ আব্দুল হামিদ, প্রাক্তন বিধায়ক মতিউর রহমান।
এছাড়াও প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ ও যুব কংগ্রেস, এনএসইউআই, সেবা দলের সভাপতি অঙ্কিতা দত্ত, দেবায়ন কৃশানু বরুয়া সহ সর্বস্তরের কংগ্রেস কর্মীরা।
এদিন প্রায় পঞ্চাশ হাজারের অধিক কংগ্রেসকর্মীরা ভারত জোড়ো রেলিতে যোগ দিতে গোলকগঞ্জ খেলার মাঠে জমায়েত হন এবং বিশাল জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখার প্রায় ২ ঘণ্টা পর শুরু হয় পদযাত্রা এবং প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে গৌরীপুর চৌমাথায় এসে পদযাত্রা শেষ হয়।
আগামী কাল পুনরায় গৌরীপুর চৌমাথা থেকে পদযাত্রা শুরু হবে। যাত্রায় প্রায় ৫০ হাজারের অধিক লোকসমাগম ঘটে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক নিজস্ব কৃষ্টি-সংস্কৃতির পোশাকে ও বাদ্যযন্ত্র সঙ্গে নিয়ে উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন। ধুবরিবাসী জনগণের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা যায়।