গুয়াহাটি, ৩ নভেম্বর : সম্প্রতি ঘোষিত আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ৯৮তম স্থান অর্জনকারী রঙ্গিয়ার তিতকুরির ডলি ডেকার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি সার্টিফিকেটে অসঙ্গতি থাকার অভিযোগ উঠেছে।
যার জেরে ডলি ডেকার নিয়োগপত্র স্থগিত রাখা হয়েছে।
কামরূপ জেলার কামারগাঁওয়ের ডলি ডেকা আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি (ইডব্লিউএস) শংসাপত্রে অসঙ্গতির কারণে তাকে নিয়োগ দেওয়া হয়নি।
বিষয়টি জানাজানি হতেই রঙ্গিয়া সার্কেল অফিসার বুধবার ওই প্রার্থীকে রঙ্গিয়া রাজস্ব সার্কেল অফিসারের অফিসে ডেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির শংসাপত্র নেওয়ার সময় জমা দেওয়া নথি খতিয়ে দেখেন।
একটি সূত্র জানায়, সার্কেল অফিসার ডলি ডেকার অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির শংসাপত্রগুলি পরীক্ষা করার সময় কিছু অসঙ্গতি ধরা পড়ে।
কমিশন এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয় হবে।
এদিকে ডলি ডেকা দাবি করেছেন যে তিনি এই বিষয়ে কোনও ভুল করেননি। তাঁর দেওয়া অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির শংসাপত্রগুলি সম্পূর্ণ নিয়মের মাধ্যমে প্রাপ্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর এপিএসসি সিসিই-র চূড়ান্ত ফল ঘোষণা করা হয়৷ গৌহাটি হাইকোর্ট অসমিয়া ভাষার প্রশ্নপত্র বাতিলের সরকারি সিদ্ধান্ত বহাল রাখার পর এই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পুলিশ সার্ভিস, সুপারিন্টেন্ডেন্ট অফ ট্যাক্স ইত্যাদি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।