তিনদিনের সফরসূচি নিয়ে করিমগঞ্জ এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ৬ নভেম্বর : প্রথমবারের মতো তিনদিনের সফরসূচি নিয়ে রবিবার করিমগঞ্জে এসে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে।

তাঁর এই সফর একান্ত সাংগঠনিক উদ্দেশ্যে হলেও দক্ষিণ অসম প্রান্তে সংঘ ও সংঘের বিবিধ সংগঠন কেমন কাজ করছে তার পর্যালোচনা স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল।

এছাড়া ২০২৫ সালে সংঘ প্রতিষ্ঠার একশো বছর পূর্ন হবে, ফলে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

রবিবার সকালে কুম্ভিরগ্রাম বিমান বন্দরে অবতরণ করে সেখান থেকে সংঘের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি সোজা চলে আসেন করিমগঞ্জে। স্থানীয় সরস্বতী বিদ্যা নিকেতনে আজ থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বস্তি প্রমুখ ও মণ্ডল প্রমুখ সম্মেলন।

এছাড়া প্রান্তের কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হবে। এখানেই তিনদিন অবস্থান করবেন আরএসএস-কর্তা। সোম এবং মঙ্গলবারও অনুষ্ঠান রয়েছে।

   করিমগঞ্জ পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে।

রবিবার সন্ধ্যার পর সেখানে থাকা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তিনদিনের কার্যকর্তা বৈঠকের সূচনা করেন সরকার্যবাহ।

উপস্থিত স্বয়ংসেবকদের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে সংঘের উদ্দেশ্য ব্যাখ্যা করেন তিনি।

 গত একশো বছর ধরে দেশের জন্য অনেক স্বয়ং সেবক নিঃস্বার্থভাবে আত্মবলিদান দিয়েছেন। নিয়মানুবর্তিতা সহ সমাজের জন্য কাজ করার শিক্ষা পায় স্বয়ংসেবকরা।

   সংঘের সর কার্যবাহের এই সফরকে সাংগঠনিক বলা হয়েছে।

অনেক নেতাই তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন কিন্তু অনুমতি পান নি।

সাংগঠনিক বিষয়ে প্রান্তের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় স্থান পাবে বলে জানা গেছে।

বিজেপি কেমন কাজ করছে, দলের অবস্থান কেমন এসব বিষয় বৈঠকে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর রয়েছে। আরএসএস-এর শীর্ষক কর্তার এই সফর বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token