মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১০ নভেম্বর : বরাকের স্থানীয় সুপারী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ফের বাধা, প্রতিদেবাদে সরব হল হাইলাকান্দির রাইজর দল।
এর আগে স্থানীয় সুপারীর উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবাদ জানায় হাইলাকান্দিতে কংগ্রেস, সিপিএম, সিপিআইএম এবং রাইজর দল সহ চার দলীয় বিরোধী ঐক্য মঞ্চ।
তারপর সরকার স্থানীয় সুপারীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
কিন্তু কাছাড়ের দিগরখালে বার্মিজ সুপারীর গাড়ি ছেড়ে দিলেও স্থানীয় সুপারির গাড়ী আটকে রেখে বাধা সৃষ্টি করা হয়।
এতে সুপারী ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেন রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর।
তিনি বলেন, উপত্যকার বিভিন্ন স্থানে চেক গেট থাকা সত্ত্বেও কিভাবে বার্মিজ সুপারীর গাড়ি বরাকে প্রবেশ করে?
এনিয়ে বরাকের শাসক বিরোধী পনেরো জন বিধায়কের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধায়কদের পদত্যাগের দাবি তুলেন জহির। শীঘ্রই স্থানীয় সুপারীর সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুংকার দেন জহির উদ্দিন লস্কর।