চাকরী প্রত্যাশিদের বঞ্চনা ও মেঘালয়ে অনুপজাতি নির্যাতন, ১৮ নভেম্বর ১২ ঘণ্টার বরাক বনধ আহ্বান বিডিএফ-র

Spread the love

শিলচর, ১০ নভেম্বর : বরাক উপত্যকার চাকরি প্রার্থীদের বৈষম্য ও মেঘালয়ে অনুপজাতি নির্যাতনের প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১২ঘন্টার বরাক বনধের ডাক দিয়েছে বিডিএফ।

এই বনধকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।

যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে অপ্রত্যাশিত ফলাফলে বরাকের প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

অন্যথা বরাকের তিন জেলার মনোনীত প্রার্থীর সংখ্যা এত কম কেন এই প্রশ্ন তুলে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় সেই সংখ্যা আরো কমবে।

বরাকের ছেলেমেয়েদের এভাবে ধীরে ধীরে পঙ্গু করে দেবার চক্রান্ত চলছে বলে কল্পার্ণব বরাকের যুবসমাজকে নায্য অধিকার আদায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন আমাদের দাবী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের একহাজার পদে স্থানীয় প্রার্থীদের নিযুক্তি দিতে হবে। তা জেলা নিয়োগ কেন্দ্রের মাধ্যমে বা অন্য কোন প্রক্রিয়ায়ই হোক। কারণ রাজ্য নিয়োগ বোর্ডের প্রক্রিয়া নিয়ে বরাকের প্রার্থীরা সন্দিহান।

যুব ফ্রন্টের আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী মেঘালয়ে অনুপজাতিদের উপর নির্যাতন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে।

এবার এটার চিরস্থায়ী সমাধান চাই।

তাই আগামী ১৮ নভেম্বর সর্বাত্মক বনধ পালনের মধ্য দিয়ে প্রত্যেক বরাক বাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান তিনি।

বিডিওয়াইএফ-এর উভয় আহ্বায়ক বরাকের চাকরী প্রার্থীদের নিজ নিজ এলাকায় আগামী ১৮ নভেম্বরের বনধ কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবী ভয় বা হতাশ হওয়ার কিছু নেই, জয় আমাদের হবেই।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token