জুলি দাস
করিমগঞ্জ, ১২ নভেম্বর : ঋত্বিজের উদ্যোগে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাতদিনের ‘করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এবং ষষ্ঠ সুজিত চৌধুরী স্মারক বক্তৃতার সূচনা হবে আগামী ৬ জানুয়ারি।
উদ্বোধনের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মারক বক্তৃতা দেবেন প্রখ্যাত বুদ্ধিজীবী, পরিচালক, সাংবাদিক, চলচ্চিত্র বোদ্ধা, জাতীয় ও আন্তর্জাতিকস্তরের জনপ্রিয় বক্তা চন্দ্রিল ভট্টাচার্য।
এরপর প্রদর্শিত হবে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাচিত ছবি ‘দ্য ফার্স্ট ইংক’। এর পরিচালক কেএস শ্রীধর।
৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোট ১৬ টি ছবি প্রদর্শিত হবে।
৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত
জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
মোট ১৬ টি ছবি প্রদর্শিত হবে।
মূলত দেশভাগের ৭৫ বছরের কথা মনে রেখে ছবিগুলি নির্বাচন করেছে ঋত্বিজের কার্যকরী সমিতি। উৎসব ও স্মারক বক্তৃতা উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হবে বলে জানিয়েছেন ঋত্বিজের সাধারণ সম্পাদক অপূর্ব বণিক।