রূপক নাথ, কাটিগড়া, ১২ নভেম্বর : স্থানীয় সুপারি রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আসাম মেঘালয় সীমান্ত মালিডহর এলাকায় আটকে আছে প্রায় অর্ধ শতাধিক সুপারি বোঝাই লোরি।
বরাকের বাইরে যেতে পারছে না স্থানীয় সুপারি। যার ফলে স্থানীয় সুপারি বিক্রয় হচ্ছে না কালাইন সহ কাটিগড়ার বিভিন্ন বাজারগুলোতে।
কাটিগড়া এলাকার জনগণের অর্থ উপার্জনের প্রধান সম্বল স্থানীয় সুপারি বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন সুপারি চাষীরা।
কিভাবে নিজেদের ছেলে মেয়েদের মুখের দুমুঠো অন্য যোগাবেন? কিভাবে লেখাপড়া করাবেন? তা ভেবে পাচ্ছেন না সুপারি চাষিরা।
নিরুপায় হয়ে সুপারি চাষিরা স্থানীয় সুপারি রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে শনিবার বিকেলে কালাইন বাজার তেমাথায় জাতীয় সড়ক অবরোধ করেন।
ধীরে ধীরে এই পথ অবরোধে সামিল হন কয়েক শতাধিক সুপারি চাষি। প্রত্যেকেরই দাবি স্থানীয় সুপারি রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে।
প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ চলার পর কাটিগড়া থানার ওসি অবরোধ স্থলে উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার জন্য দুদিনের সময়সীমা চাইলে আন্দোলন কারীরা তা মেনে নিয়ে পথ অবরোধ মুক্ত করেন। কিন্তু এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জাতীয় সড়ক পুনরায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে বলেও সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা।