মন্দির উদ্বোধন করতে কাল ত্রিপুরা আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

Spread the love

গন আওয়াজ, আগরতলা, ২৫ অগাস্ট, বৃহস্পতিবার : আরএসএস প্রধান মোহন ভাগবত ২ দিনের সফরসুচি নিয়ে আগামিকাল আসছেন ত্রিপুরায়।

তাঁর সফর সূচির মধ্যে রয়েছে রাজ্যের গোমতি জেলার অমরপুরের সার্বোং শান্তিকালী আশ্রমের একটি মন্দির উদ্বোধন। এরপর তিনি একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

শান্তিকালী আশ্রম শান্তিকালী মিশন সোসাইটির অধীনে কাজ করে আসছে। শান্তিকালী মিশন সোসাইটি রাজ্যে ২৪ টি মন্দির পরিচালনা করছে। যেগুলো আচার্য শান্তিকালীর নামে নামকরণ করা হয়েছে।

আচার্য শান্তিকালী ছিলেন একজন ধর্ম প্রচারক, যিনি ২০০০ সালে জঙ্গিরাদের গুলিতে নিহত হন।

আরএসএস-এর একটি সুত্রে জানাগেছে, সঙ্ঘ চালক মোহন ভাগবতের বৈঠকের এখন কোন আনুষ্ঠানিক সময়সূচী নির্ধারিত করা হয়নি। তবে সেই সময় শাসক দল বিজেপির প্রথম সারির নেতারা অবশ্যই তাঁর সাথে দেখা করবেন।

সূত্রটি জানায়, সঙ্ঘচালক শান্তি কালীমন্দির থেকে চলে যাবেন এমবিবি বিমানবন্দরে। সেখান থেকে তিনি দিল্লির উদ্দ্যেশে রওয়ানা দেবেন। আরএসএস প্রধানের ত্রিপুরায় এ বছরে এটা হবে  দ্বিতীয় সফর।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token