গন আওয়াজ, সোনাতলী, ২৬ অগাস্ট, শুক্রবার : দুই গোষ্ঠীর মারপিটে রণক্ষেত্রর রূপ নিল দক্ষিণ কামরূপের সোনাতলি। মৃত্যু হয় ষাট ঊর্ধ্ব সোনতলী সাতরা গ্রামের বাসিন্দা চান্দু শেখ নামের এক বৃদ্ধের।
তাছাড়াও নারী-পুরুষ সহ আরও ১৫ জনেরও বেশি গুরুত্বর আহত হয়েছেন।
আহতরা হলেন আব্দুল বারেক, জরিনা খাতুন, করিমন নেছা, রবিউল হুসাইন, আলী আকবর, আজাহার আলী, আব্দুস সালাম, নায়েব আলী ও নিরাপদ আলীসহ অন্যান্য।
আহতরা বর্তমানে সোনাতলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
সরকারি সড়কের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আকবর ও শবর আলী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ পাঁচজন সোনতলী সাতরা গ্রামের কাজিম উদ্দিন, আজাহার আলী, জয়নাল আবেদীন, করিম আলী ও জহির উদ্দিনকে গ্রেফতার করেছে।