ধলাই, ২৪ নভেম্বর : বীর সন্তান লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৫২৭ নং ফ্রেঞ্চনগর খাসিয়াপুঞ্জি এলপি স্কুলে বিগত ১৯ শে নভেম্বর থেকে ২৪ শে নভেম্বর ২০২২ ইংরেজি পর্যন্ত বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
এ উপলক্ষে ২৪ শে নভেম্বর বিদ্যালয়ে একটি পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ে পরিচালনা সমিতির সদস্য-সদস্যা, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগণ ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তারা হলেন- চিরনজিৎ মালাকার, সুপ্রিয়া রায়, অষ্ঠমী মালাকার।

তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি বিশ্বজিৎ মালাকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবেন্দু শীল ও সহকারী শিক্ষক কাজল রায়।
এছাড়াও অন্যান্য যে সকল ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্রিয়া-কলাপে অংশগ্রহণ করেছিলেন যেমন ড্রয়িং প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা তাদেরকেও পুরস্কার তুলে দেন উপস্থিত বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে বীর সন্তান লাচিত বরফুকনের জীবনী নিয়ে আলোচনা করেন পরিচালনা সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাঁও ভুড়া হীরালাল মালাকার, অঙ্গনবাড়ি কর্মী রেবা দাস, মনই মালাকার প্রমুখ।