আগরতলা, ২৪ নভেম্বর : ত্রিপুরার খোয়াই জেলার দায়রা আদালত বুধবার ৫ জনের খুনের দায়ে ৪০ বছর বয়সী প্রদীপ দেবরায় নামের ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
গত বছর ওই ব্যক্তি তার দুই মেয়ে, বড় ভাই, একজন পুলিশ অফিসার সহ পাঁচজনকে হত্যার জনকে হত্যা করেছে।
ত্রিপুরা পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খোয়াই জেলার জেলা ও দায়রা আদালত প্রদীপ দেব রায়কে তার দুই নাবালিকা কন্যা – অদিতি ও মন্দিরা দেবরায়, বড় ভাই অমলেশ দেব রায়কে লোহার বার দিয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে।
ঘটনাটি ঘটে গত বছরের ২৬ নভেম্বর খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটে।
ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছলে প্রদীপ পুলিশ অফিসারকেও লাঞ্ছিত করেন এবং অন্য দু’জন- কৃষ্ণ দাস ও তাঁর ছেলে কর্ণধীর দাসকে একটি অটোরিকশায় তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লোহার রড দিয়ে আঘাত করে। পুলিশ পরিদর্শক এবং কর্ণধীর দাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রদীপ তার স্ত্রী মিনা পলকে (দেব রায়) মারাত্মকভাবে আঘাত করে।