হাইলাকান্দি, ২৫ নভেম্বর : হাইলাকান্দিতে লাচিত বর ফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে শুক্রবার পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রশাসনের উদ্যোগে আয়োজিত আট দিনব্যাপী কার্যসূচির সমাপনী দিনে শুক্রবার রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন জেলাশাসক নিসর্গ হিবরে।
বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আর্টের “এ” গ্রুপে প্রথম পুরস্কার সূর্যদাস, দ্বিতীয় সায়ন্তম শর্মা এবং তৃতীয় স্থান দখল করে কৃষ্ণ সিনহা।
“বি” গ্রুপে প্রথম স্থান সাগরিকা চন্দ্, দ্বিতীয় নন্দিনী মজুমদার এবং তৃতীয় পুরস্কার মিশমি গুপ্তাকে তুলে দেওয়া হয়।
“_সি” গ্রুপে অভিষেক দাস প্রথম, দ্বিতীয় পুর্বলি দত্ত ও তৃতীয় হয় প্রকাশ দাস।
ক্যানভাস কম্পিটিশনে প্রথম স্থান নারায়ন দেব, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে অভিজিৎ রবিদাস এবং অনুজ শর্মা দখল করে।
রচনা প্রতিযোগিতায় লোয়ার প্রাইমারি পর্যায়ে প্রথম উম্মে হানি, দ্বিতীয় সাকিনা বেগম এবং তৃতীয় স্থান দখল করে আয়া আহমেদ।
আপার প্রাইমারি লেবেলে প্রথম নাসিমা বেগম, দ্বিতীয় রুবিয়া বেগম এবং তৃতীয় হয় রাজিনা বেগম।
সেকেন্ডারি লেভেলে প্রথম স্থান রোজওনা আহমেদ চৌধুরী, দ্বিতীয় সুদীপ নায়েক এবং তৃতীয় স্থান দখল করে রুমানা বেগম।
হাইয়ার সেকেন্ডারি লেভেলে প্রথম স্থান সুম্পর্ণা মালাকার, দ্বিতীয় স্থান ভারতী সিংহ এবং তৃতীয় স্থান দখল করে তাহেরা বেগম মজুমদার। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় স্তরের আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর ভাষণ জায়েন্ট স্ক্রিনে সম্প্রচার করে দেখানো হয়।