শিলচর, ২৭ নভেম্বর: শিলচর মেডিক্যাল কলেজে নির্মিয়মান সুপার স্পেশালিটি হসপিটাল ও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের ক্যান্সার হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।
রবিবার বিমানবন্দর থেকে সোজা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যান তিনি।
সঙ্গে ছিলেন মেডিক্যাল শিক্ষা সঞ্চালক ডাঃ অনুপ কুমার বর্মণ, জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
সেখানে তিনি সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গতি ত্বরান্বিত করা সহ বিস্তারিত রিপোর্ট প্রদানের কথা বলেন।
এসময়ে মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ও সুপারও উপস্থিত ছিলেন। পরে মেডিক্যাল অধ্যক্ষ, সুপার সহ কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আধিকারিক ও কর্মকর্তাদের সঙ্গে এক মুল্যায়ন সভায় মিলিত হন তিনি। বিভাগীয় তরফে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ড উপস্থাপন করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ ও জেলা এন এইচ এমের কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ।