জুলি দাস
করিমগঞ্জ, ১ ডিসেম্বর : প্রথমবারের মতো করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ফিডে রেটিং দাবা প্রতিযোগিতা। এনিয়ে করিমগঞ্জ ডিএসএ-র ইনডোর স্টেডিয়াম সেজে উঠেছে।
অনুষ্ঠানস্থলে গ্র্যান্ড মাস্টারের ছবি বসানো হয়েছে। পুরো ইনডোর স্টেডিয়ামে চেয়ার-টেবিল বসানো হয়েছে। শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন হবে। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার এসে পৌঁছেছেন বাংলাদেশ এবং নেপালের খেলোয়াড়রা।
এছাড়া মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, পশ্চিমবাংলা, ত্রিপুরার খেলোয়াড়রা এসে পৌঁছেছেন। রাতে এসে পৌঁছান মুম্বাইয়ের খেলোয়াড়রা।
ইনডোর স্টেডিয়ামে খেলোয়াড় সহ তাঁদের সঙ্গে আসা অভিভাবকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। একজন মহিলা সহ পাঁচজন আরবিটার এসে পৌঁছেছেন। আরবিটারের মধ্যে একজন আইএ। অনুষ্ঠানস্থলে বেশ কিছুক্ষণ ছিলেন তাঁরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলে থেকে পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন করিমগঞ্জ দাবা একাডেমির পদাধিকারীরা। রাত সাড়ে দশটা পর্যন্ত ব্রজেন্দ্র রোডের ইনডোর স্টেডিয়ামে ছিলেন তারা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে পংকজ রায়চৌধুরী আলোচনাকালে বলেছেন, এখন পর্যন্ত ১২৭ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন।
এই সংখ্যা আরো বাড়বে। পাঁচ জন আরবিটার থাকবেন। মোট বাজেট ছয় লক্ষ টাকা। করিমগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন রায়চৌধুরী।