সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ ডিসেম্বর : করিমগঞ্জ ও হাইলাকান্দী জেলার বিভিন্ন প্রান্তে থাকা কর্কট রোগী সহ অন্যান জটিল রোগীদের চিকিৎসার জন্য নিজেদের প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করে রোগীদের চিকিৎসা সেবা চালাতে গিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে।
এনিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার নিকট করিমগঞ্জ ও হাইলাকান্দী জেলার জটিল রোগীদের সমস্যার কথা তুলে ধরেন।
মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ কৃপানাথ মালার কথায় সাড়া করিমগাঞ্জ এবং হাইলাকান্দি জেলার ৮২ জন জটিল রোগীদের সাহায্যর্থে জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ মঞ্জুর করেন।
আজ ১ ডিসেম্বর সাংসদ কৃপানাথ মালা বিদ্যানগরের নিজ বাসভবনে ছয় জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে বরাদ্ধ করা চেক তুলেদেন।
অন্যান্য চেক গুলি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে হিতাধীকারীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা।
সাংসদ শ্রী মালা, মুখ্যমন্তীর এই পদক্ষেপ অনেক অসহায় রোগী উপকৃত হবে বলে ধন্যবাদ জানান। হিতাধিকারীরাও বতর্মান সরকার সর্বস্তরের জনসাধারণের হিতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাওয়াতে বতর্মান সাংসদ কৃপানাথ মালা ও রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেন।