ধুবড়ির সাংসদের বেফাঁস মন্তব্য! গ্রফতারের দাবী জানালো দুল্লভছড়া পাতিয়ালা জিপি কংগ্রেস

Spread the love
ছবি : হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এআইইউডিএফ সভাপতি তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমলের গ্রফতারের দাবীতে দুল্লভছড়া পাতিয়ালা জিপিতে সাংবাদিক সম্মেলন কংগ্রেসের।

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৫ ডিসেম্বরে : এআইইউডিএফ সভাপতি তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল হিন্দু সম্প্রদায়কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গোটা মুসলিম সমাজ সহ দলীয় কর্মীরা একজন সাংসদের নিচ চিন্তা ধারার জন্য লজ্জিত।

বিশেষ করে একটি রাজনৈতিক দলের প্রধান এবং সমাজে মওলানা উপাধি রয়েছে তাঁর।

রবিবার পাতিয়ালা জিপিতে দুল্লভছড়া ব্লক কংগ্রেস সহ বিভিন্ন সংঘটনের লোকেরা ধুবড়ি সাংসদ বদরুদ্দিন আজমলের মন্তব্য নিয়ে ধিক্কার জানান।

আইনি পদক্ষেপের মাধ্যমে গ্রেফতারের দাবিও জানান তারা।

 সাংবাদিক সম্মেলনে উওপস্থিতরা বলেন, কোন সাধারণ লোক এধরনের অশ্লীল মন্তব্য করলে প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি দৃঢ় পদক্ষেপ নেওয়া হত।

কিন্তু সাংসদ বদরুদ্দিন আজমলের উপর কেন আইনি ব‍্যবস্থা গ্রহন করা হচ্ছেনা? এই প্রশ্ন তুলে সাংসদ বদরুদ্দিন আজমলকে এখন পর্যন্ত গ্রেফতার না করাকে অত্যন্ত দুঃখ জনক হিসাবে ব্যাখ্যা করেন।

তারা বলেন, সাংসদ আজমল শুধু নির্বাচনের প্রাকমূহূর্তে সফরে আসেন এবং বিষবাস্প ছড়ানোটা রাজনৈতিক চক্রান্ত বলে তারা মনে করেন। সাংবাদিক সন্মলনে ছিলেন দুল্লভছড়া ব্লক কংগ্রেসর উপ সভাপতি ইব্রাহিম আলি, পাতিয়ালা মন্ডল কংগ্রেস সভাপতি আলিম উদ্দিন, পাতিয়ালা জিপির উপ সভাপতি বাহার উদ্দিন, দুল্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনজির আলি সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token