করিমগঞ্জ, ৫ ডিসেম্বর : করিমগঞ্জ জেলা এমভি শিক্ষক সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত এবং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ২ ডিসেম্বর পাথারকান্দির’প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল-এ সভা করে নতুন কমিটি গঠন করা হলেও রামকৃষ্ণনগর খন্ড শিক্ষা অধিকারীকের কার্যালয়ের অন্তর্গত সিংহভাগ এমভি স্কুলকে জানানো হয়নি বলে অভিযোগl
এমনকি করিমগঞ্জ এমভি শিক্ষক সংস্থার সাংগঠনিক সম্পাদক অংশুমান পালকেও এই সভার ব্যাপারে জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে l
পত্র-পত্রিকায় নবগঠিত কমিটির খবর পেয়ে করিমগঞ্জ জেলার এমভি শিক্ষকদের একটি অংশের পক্ষ থেকে চিঠি দিয়ে রাজ্য এমভি শিক্ষক সংস্থার সভাপতি রঞ্জিত বরঠাকুরকে নালিশ জানানো হয়েছেl
চিঠিটিতে স্বাক্ষর করেছেন করিমগঞ্জ জেলা এমভি শিক্ষক সংস্থার সাংগঠনিক সম্পাদক অংশুমান পাল, বিহারডালা এমভি স্কুলের প্রধান শিক্ষক অশোক কান্তি শ্যাম ও সহ-শিক্ষিকা সুমিতা নাথ প্রমুখ l
চিঠিতে তারা উল্লেখ করেন যে বিগত ২ ডিসেম্বরের সভা সবাইকে জানিয়ে হয়নি, চিঠিপত্র দেওয়া হয়নি এবং ফোনে বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বলা হয়নি। এমনকি পত্র-পত্রিকার মাধ্যমে ওয়াইড পাবলিসিটি করা হয়নি।
তাই নবগঠিত এই কমিটিকে অবৈধ ঘোষণার করার দাবী জানান এবং সবাইকে জানিয়ে নতুন ভাবে যাতে সভা আহ্বান করে কমিটি গঠন করা হয় সে ব্যাপারে নির্দেশ দিতে আহ্বান জানান তারাl
স্মারকপত্রে আরো বলা হয় যে উক্ত নবগঠিত কমিটিতে ‘টেট শিক্ষক’-দের তরফে আনুপাতিক হারে রিপ্রেজেন্টেশন নেওয়া হয়নিl স্মারকপত্রটির প্রতিলিপি রাজ্য কমিটির সম্পাদক প্রধান লক্ষ্যজ্যোতি শইকিয়া, উপ-সভাপতি সৌমেন ভট্টাচার্য্য ও জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনকেও দেওয়া হয়েছেl