অনলাইন ডেক্স, গণ আওয়াজ, ৬ ডিসেম্বর : বাংলাদেশে নতুন করে আরও একটি ইসলামিক জঙ্গি সংগঠন জন্ম নিয়েছে।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নবগঠিত এই জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং ঢাকার গুলিস্তান থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাব।
র্যাবের ভিত্তিতে প্রথম আলো বলছে, গাইবান্ধায় পুলিশের এক সদস্য ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় জঙ্গি সংগঠনটির উচ্চপর্যায়ের নির্দেশনায় হত্যার পরিকল্পনা করছিল।
পরিকল্পনা বাস্তবায়ন করতে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার তিন থেকে চারজন সদস্য একত্র হয়েছিল, সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এই পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারে করতে র্যাবের-১১ ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হল কুমিল্লার লাকসামের মোঃ গোলাম সারোয়ার (২৫), গাইবান্ধা সদরের সাকিব মাহমুদ (২৭), মুন্সিগঞ্জের ফরহাদ হোসেন (২২) ও তাঁর ভাই মোঃ মুরাদ হোসেন (২১) এবং ফরিদপুর নগরকান্দার ওয়াসিকুর রহমান ওরফে নাঈম (২৮)।
তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট, একটি রেজিস্টার খাতা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
খন্দকার আল মঈন বলেন, রাজধানীর গুলিস্তানে সংগঠনের অর্থায়নে ‘ট্রাস্ট টেলিকম নামে মুঠোফনের যন্ত্রাংশের দোকান পরিচালনা করতো তারা।
দোকানের লভ্যাংশের অর্থ ব্যয় করা হতো সংগঠনের সদস্যদের প্রশিক্ষণসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে। সংগঠনের অর্থায়নে মুন্সিগঞ্জে একটি গরু-ছাগলের খামার পরিচালনা করা হয়। সেখানে তাদের নেতা–কর্মীরা বৈঠকও করে। পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণের জন্য প্রথম পর্যায়ে ১২ জন সদস্যকে পাঠানোর সময়ে এই খামারে সবাইকে একত্র করা হয়েছিল।