মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছে পাকিস্তান রেঞ্জার্স
গণ আওয়াজ অনলাইন ডেক্স, ৬ ডিসেম্বর : সোমবার গভীর রাতে রাজস্থানের শ্রী গঙ্গানগরের করনপুর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি এক ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ জওয়ানদের গুলিতে নিহত হয়েছে।
বিএসএফ-এর একজন সিনিয়র অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে ঘটনাটি শ্রীগঙ্গানগরের হারমুখ চেকপোস্টের কাছে ১৪ এস গ্রামে ঘটেছে।
সূত্রের খবর সোমবার হারমুখ চেকপোস্টের কাছে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে আসা এক অনুপ্রবেশকারীকে সতর্ক করে বিএসএফ।
কিন্তু অনুপ্রবেশকারী ভারতীয় পাশ অতিক্রম করে বেড়ার দিকে এগোতে থাকলে বিএসএফ গুলি চালায় এবং তল্লাশি অভিযানের সময় লাশ উদ্ধার করা হয়েছে।
বর্তমানে এলাকাটি ঘেরাও করে বিএসএফ অনুসন্ধান অভিযান চালআচ্ছে।
ঘটনাটি সম্পর্কে পাকিস্তান রেঞ্জারদের জানানো হলে তারা অনুপ্রবেশকারীর পরিচয় যাচাই করছে। কিন্তু ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকারী অজ্ঞাত অনুপ্রবেশকারীর মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছে পাকিস্তান রেঞ্জার্স। সুত্রের খবর, পাকিস্তান রেঞ্জার্স অনুপ্রবেশকারীর মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করলে প্রটোকল অনুযায়ী দাহ করা হবে। বিএসএফ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকারের জন্য অপেক্ষা করছে।