সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৭ ডিসেম্বর : করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ শিলচরে অনুষ্ঠিত ২৯ নভেম্বর ক্যাবিনেট বৈঠকে রাতাবাড়িতে স্থাপনের সিদ্ধান্তের কথা ঘোষণার পর থেকে উল্লাসে মেতে উঠে।
এই উল্লাস অব্যাহত রয়েছে রাতাবাড়িতে। প্রায় প্রতিদিনি বিধায়ক বিজয় মালাকারকে স্থানে স্থানে সভাসমিতিতে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং সংবর্ধনা দেওয়া হচ্ছে।
মঙ্গলবারও দুল্লভছড়া বিজেপি ব্লক মন্ডল কার্যালয়ে কার্যকরতারা জনপ্রিয় এবং স্বচ্ছ ভাবমূর্তির কর্মদক্ষ বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা প্রদান করেন।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ড: শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত মাতা ও দিন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ভারত মাতার জয় ধ্বনি দেন।
উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘ ৭৫ বছর থেকে কংগ্রেস দলের নেতারা ভোটারদের বোকা বানিয়ে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আসছিল।
সেই সময় রাস্তাঘাট, পানীয় জল ও চিকিৎসালয়ের অবস্থা ছিল ভগ্নাদশায়। বিশেষ করে ১ নং রাতাবাড়ি বিধানসভাকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাখা হয়েছিল।
তারা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সমালোচনা করে বলেন, বর্তমানেও জেলার কংগ্রেস নেতারা রাতাবাড়ীতে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে বিরোধিতা অব্যাহত রেখেছেন অথচ রাতাবাড়ি করিমগঞ্জ জেলারই অঙ্গ।
কিন্তু এক কথার লোক রাজ্যের মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা নিজের প্রতিশ্রুতি পালনে অটল থাকায় তাঁকে রাতাবাড়িবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেদিনের সভায় জেলার কংগ্রেস দলের নেতাদের তীব্র ভাষায় কটাক্ষ ও ধিক্কার জানানো হয় এবং রাতাবাড়ির বিধায়কের সমষ্টির উন্নয়নে প্রচেষ্টার প্রশংসা করে জনমনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন।
এদিনের সংবর্ধনা সভায় বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য উপস্থিতিতে কংগ্রেসের ১৮ জন কর্মী দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করেন।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, মন্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়, বরিষ্ঠ কর্মী উমাশঙ্কর বানিয়া, চন্দ্রশেখর পান্ডে, শ্যামধর দুবে, মণ্ডল সম্পাদক জয় কিশোর কৈরী, শ্যামনারায়ণ যাদব, ওবিসি মোর্চার জেলা সভাপতি গোপী মোহন নাথ, দুল্লভছড়া মন্ডল উপসভাপতি শ্যাম কুমার সিনহা, সমাজসেবী দীপন সিনহা, বিমল সিংহ, মনোরঞ্জন সিনহা, ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রনব মুখার্জী সহ অন্যান্য কার্যকর্তারা।
একই দিনে ছনটিলায় মা দূর্গা উন্নয়ন সমিতির পক্ষ থেকে বিধায়কে সংবর্ধনা জানানো হয়। সুনীল চন্দ্র দাস-এর পৌরহিত্য অনুষ্ঠিত সভায় বিধায়কের উদ্দেশ্যে সমিতির পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শিক্ষক রাধেশ্যাম বিন।
সভায় সমিতির পক্ষ থেকে পাতিয়ালা বটেরতল থেকে কালাছড়া পযর্ন্ত পিডাব্লউডি সড়কটির ভগ্ন দশা তুলে ধরে রাস্তার সংস্কারের দাবী জানালে বিধায়ক বলেন উক্ত সড়কটির মেরামতের জন্য চলতি মাসের ২২ তারিখের মধ্যে দরপত্র গ্রহন করা হবে।
তাছাড়া প্রায় ভগ্ন অবস্থায় থাকা মা দূর্গা উন্নয়ন সমিতির জন্য ১০ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুত দেন বিধায়ক বিজয় মালাকার। সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নিবারন চন্দ্র নাথ, সম্পাদক গিরিজা প্রসাদ বিন, ৫ নং ওয়ার্ড সদস্য প্রতিনিধি সুভাষ চন্দ্র দাস, প্রানতোষ দাস সহ অন্যানরা।