গণ আওয়াজ হাইলাকান্দি, ৭ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রতিটি গরিব দ্ররিদ্র পরিরবারের একটি ঘর কাঁচা থাকবে না।
সে অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন খণ্ডের অধীনে জিপিগুলিতে জিও ট্যাগিং করে প্রধানমন্ত্রী আবাসের যোজনার একটি তালিকা প্রস্তুত হয়েছিল।
কিন্তু বর্তমানে নতুন করে আবারও একটি তালিকা প্রস্তুত হয়েছে। কিন্তু এই তালিকায় গরীব অসহায় বহু মানুষের নাম না থাকার অভিযোগ করেছেন লালা উন্নয়ন খণ্ডের টাণ্টু ধনীপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি।
তাঁর অভিযোগ, নতুন তালিকায় প্রকৃত গরীব মানুষের নাম না থাকায় জিপির পঞ্চায়েত প্রতিনিধিদেরকে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অথচ তারা কোন সদুত্তর দিতে পারচ্ছেন না।
বুধবার সাংবাদিক সম্মেলন করে জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিন টান্টু ধনীপুর জিপির আঞ্চলিক পঞ্চয়েত জাকির হুসেইন বড়ভূইয়া, টাণ্টুর পঞ্চয়েত সদস্য বাহারু ইসলাম বড়ভূইয়া, সেরালীপুরের পঞ্চায়েত সরিফ উদ্দিন মজুমদার, দক্ষিণ জষ্ণবাদের পঞ্চায়েত প্রতিনিধি জিয়াউল হক জানান টাণ্টু ধনীপুর জিপিতে ৫৮১ জন গরিব দ্ররিদ্র হিতাধিকারীর নাম পূর্বতন প্রধানমন্ত্রী আবাস তালিকা থেকে বাদ পড়েছে।
নতুন তালিকায় তাদের নাম নেই। তাই তারা এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে লালা উন্নয়ন ব্লকের বিডিও মনুজ কুমার দত্ত, হাইলাকান্দি জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের দৃষ্টি আর্কষণ করেন।