গন আওয়াজ, অনলাইন ডেক্স, ৩০ অগাস্ট, মঙ্গলবার : ভারত-চিনের মধ্যে বিবাদ নিষ্পত্তি হওয়ার কোনও সম্ভাবনা নেই। একের পর এক নতুন ইস্যু যোগ হচ্ছে এই বিবাদে।
পূর্ব লাদাখের ডেমচাক অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় পশুপালকদের যেতে বাধা দিচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি।
ডেমচোক সিএনএন জংশনে ‘স্যাডল পাস’ এর কাছে গিয়েছিলেন ভারতীয় পশুপালকরা। এই এলাকাকে ভারতীয় ভূখণ্ডের বলে দাবি করেন পশুপালকরা।
কিন্তু মানতে রাজি নয়। ভারতীয় সেনাদেরকেও বাধা দেয় চীন পিপলস লিবারেশন আর্মি। তবে এই ঘটনা নিয়ে ভারত ও চিনের মধ্যে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যম সুত্রের খবর এই ঘটনার পরই সমাধান বের করার জন্য ভারতীয় সেনা কমান্ডাররা চিনা সেনার সঙ্গে বৈঠক করেছেন।
২০২০ সালে দুই দেশের মধ্যে যে যায়গায় সংঘর্ষ বেঁধেছিল তার খুব কাছাকাছি জায়গায় পশুপালকদের বাধা দেওয়া হয় চিনা সেনা।
বিষয়টি নিয়ে স্থানিয় এক ব্যক্তি জানিয়েছেন, দুই পক্ষের প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিষয়ে ভিন্ন ধারণার কারণে এই ধরনের ঘটনা ঘটে।
দীর্ঘ প্রায় তিন বছর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পরিস্থিতি রয়েছে। ২০২০ সালের মে মাস থেকে শুরু হয়েছে এই বিবাদ।
পূর্ব লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকার কাছে সংঘর্ষে জড়ায় লাল ফৌজ ও ভারতীয় সেনা। এই সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান।
পিপলস লিবারেশন আর্মির ৪০ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছিল। তখন থেকেই বিবাদ জারি রয়েছে। গালওয়ান সংঘর্ষের পর আর বড় কোনও সংঘর্ষ না হলেও একাধিক সেনা-কমান্ডার স্তরে বৈঠকের পরেও কোনও স্থায়ী সমাধান হয়নি।
বর্তমান পরিস্থিতিতে চিনের কার্যকলাপের উপর নজরদারি রাখতে সামরিক শক্তি বাড়িয়েছে ভারত।
চিনও গোপনে সামরিক স্তরে বিভিন্ন পদক্ষেপ করেই যাচ্ছে। তবে চিনের সঙ্গে পেরে ওঠার জন্য ভারত অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রও বাড়িয়েছে।