শিলচর, ১৪ ডিসেম্বর : তারাপুর সমবায় সমিতির নির্বাচনের জন্য আজ মনোনয়ন গ্রহন করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিব সন্তোষ শীল ও অফিস এন্ড মেনেজমেন্ট রায়হান আহমদ লস্কর সমিতির নির্বাচনের জন্য গত ৯ ড়িসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিলেন।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ ড়িসেম্বর বুধবার মনোনয়নপত্র গ্রহণের দিন ছিল। ওইদিন সকাল ১১ টায় সমিতির কার্যালয়ে হাজির হন বিভাগীয় রিটার্নিং অফিসার সন্তোষ ভোমিক, সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন।
এতে মোট ১৪ জন প্রাথী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিভাগীয় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্রগুলো স্কুটুনি করে সবকটি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সচিব সন্তোষ শীল ও অফিস এন্ড মেনেজমেন্ট রায়হান আহমদ লস্কর। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু ১৫ সদস্যের মধ্যে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। যার কারনে এখন আর নির্বাচনের প্রয়োজনীয়তা নেই।
উল্লেখ্য বিগত জুন মাসে সমিতির নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং বিভাগীয় তরফে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণের জন্য হাজির হয়েছিলেন।
কিন্তু সেদিনও এই ১৪ জন প্রার্থী পাঁচ হাজার টাকা ফিস সহ মনোনয়নপত্র জমা জমা করেছিলেন। এর কিছুক্ষণ পর একাংশ সভ্য সমিতির ভোটার তালিকা ভুলে ভরা রয়েছে ইত্যাদি অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।
যার জন্য বিভাগীয় তরফে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।
বিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যে ভারপ্রাপ্ত সচিব সন্তোষ শীল ও অফিস এন্ড মেনেজমেন্ট রায়হান আহমদ লস্করকে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন। আজকের মনোনয়ন পত্র গ্রহণের প্রক্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রাক্তন চেয়ারম্যান তথা প্রার্থী সজিব উদ্দিন লস্কর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।