শিলচর, ২ সেপ্টেম্বর, শুক্রবার : সকারের পুরনিগম পরিকল্পনা নিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠলেন তৃণমূল কংরেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
পশ্চিমবঙ্গ থেকে এসে সংবাদ মাধ্যমের সামনে সরকারের পুরনিগম পরিকল্পনা নিয়ে কঠোর সমালচনা করে প্রশ্ন ছুড়ে বলেন, পুরনিগম পরিকল্পনা কি জনগণ থেকে মাত্রাতিরক্ত কর আদায় করা?
সরকারি কার্যালয় গুলো তাদের কর পরিশোধ করুক। সরকারি কার্যালয় গুলো তাদের বকেয়া পুরকর পরিশোধ করুক।
সাংসদ সুস্মিতা সরকারি কার্যালয় গুলোকে কর পরিশোধের জন্য ১০ সেপ্টেম্বর সময়সিমা বেঁধে দেন।
তিনি বলেন সরকারি কার্যালয় গুলো যদি তাদের বকেয়া পুরকর ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ না করে তবে তৃণমূল কংগ্রেস তাঁর পর থেকে ধারাবাহিক ঘেরাও কর্মসূচীতে নামবে।
সুস্মিতা পুরনিগম প্রক্রিয়াকে অবৈধ ও অগণতান্ত্রিক বলে একের পর এক তোপ তুলে ধরে প্রতিবাদ মূখর হয়ে ওঠেন।
এক সময় সাংসদ সুস্মিতা এতই আক্রমণাত্মক হয়ে ওঠেন যে, জনগণের থেকে মাত্রাতিরিক্ত কর আদায়ের পুর নিগমের ছক নিয়ে “খেলা হবে” বলে হুঙ্কারও ছুড়ে দেন।