হাইলাকান্দিতে মিডিয়া ওয়ার্কসপ, তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্ব দিলেন প্রশিক্ষকরা   

Spread the love

হাইলাকান্দি, ২৬ ডিসেম্বর : হাইলাকান্দি এস এস কলেজে মিডিয়া ওয়ার্কসপে সংবাদকর্মীদের ফেক নিউজ নির্ধারণ করে তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষকেরা।

 হাইলাকান্দি এস এস কলেজ ষ্টাফ একাডেমির উদ্যেগে নববার্তা প্রসঙ্গ ও জেলা তথ্য জনসংযোগ বিভাগের সহযোগিতায় এক দিবসীয় ওয়ার্কসপ অন জার্নালিজম অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মশালায় সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ সহ পরিবেশনের কৌশল স্লাইডে দেখানো হয়। এসব নীতিমালা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষকেরা।

এদিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমানিকেশন বিভাগের সহকারী অধ্যাপিকা ড০আয়েশা তাহেরা রশিদ, নববার্তা প্রসঙ্গ-র এডিটর হবিবুর রহমান চৌধুরী, বার্তালিপির এডিটর অরিজিৎ আদিত্য ও গৌহাটি হাইকোর্টের এডভোকেট এ এস তাপাদার।

এডভোকেসি জার্নালিজম, ইয়েলো জার্নালিজম, টেবলয়েড জার্নালিজম, ইনবেষ্টিগেটিভ জার্নালিজম, ব্রডকাস্ট জার্নালিজম প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করেন ড০ আয়েশা তাহেরা রশিদ।

সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে আইনী দিকগুলো নিয়ে স্লাইড দেখিয়ে বক্তব্য রাখেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এএস তাপাদার। কর্মশালায় তিনি সংবাদ সংগ্রহ তথা পরিবেশনে যেসব বিষয় পরিহার করতে হয় তাহা তুলে ধরেন।

তাছাড়া নববার্তা প্রসঙ্গ-র এডিটর হবিবুর রহমান চৌধুরী ও বার্তালিপির এডিটর অরিজিৎ আদিত্য সংবাদ কর্মীদের বিভিন্ন সমস্যা সহ তথ্য ভিত্তিক সংবাদ সংগ্রহের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

এসব নিয়মনীতি নিজেদের জীবনে বাস্তবায়িত করতে আহবান জানান।

কর্মশালা শেষে সংবাদকর্মী সহ এস এস কলেজের অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।  এদিনের কর্মশালা নিয়ে অভিমত তুলে ধরেন অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ অমলেন্দু ভট্রাচার্য্য, অনুষ্ঠান পরিচালনা করতে সহায়তা করেন এস এস কলেজের স্টাফ একাডেমির সম্পাদক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, সহ সম্পাদিকা অধ্যাপিকা ড০ মমতাজ বেগম বড়ভুইয়া, আই কিউ এসির কোর্ডিনেটর দেবদত্ত চক্রবর্তী, পার্শী বিভাগের অধ্যাপক রেজওয়ানুল হক খান, ড০ আহমেদ হুসেইন বড়ভুইয়া, অধ্যাপক আব্দুল মান্নান মজুমদার, ড০ তাজ উদ্দিন খান, অধ্যাপক বদরুদ্দোজামান মীরা।

এধরণের কর্মশালার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন তারা। এদিনের কর্মশালায় এসএস কলেজের ৭৫ ছাত্র ছাত্রী ও ২৫ জন সাংবাদকর্মী অংশ গ্রহণ করেন। এ কর্মশালায় ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token