সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৬ ডিসেম্বর : প্রতি বছরের মত এবারও দুল্লভছড়া কৃষ্ণনগর গ্রামের শ্রী রামকৃষ্ণ মন্ডপে সাত দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে।
অনুষ্টানটি ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এই ভাগবত পাঠ অনুষ্ঠানে রাশিয়া, আমেরিকা, কেমেরুন, ইটালি, ফ্রান্স ও অষ্টেলিয়া সহ স্থানীয় ভক্তরা অংশ নেবেন।
দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা দুল্লভছড়া, রামকৃষ্ণনগর, পাথারকান্দিতে নগর কীর্তন করার পর সন্ধ্যায় পাঁচ ঘটিকা থেকে মন্ডপে ভাগবত পাঠ করবেন।
প্রবক্তা হিসাবে উপস্থিত থাকবেন শ্রী ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, শ্রীপাদ প্রবোদ গৌর দাস(প্রদীপ কুমার সিংহ) (মায়াপুর)। উক্ত অনুষ্ঠানের দিনগুলোতে ভক্তদের উপস্থিত থাকার কামনা করেন হেমচন্দ্র চ্যাটার্জী (দরগারবন্দ জিপি সভাপতি ) ব্যাস সিনহা, কানু সিনহা(পাথারকান্দী), সুরেন সিনহা, রুনু সিনহা, শিবানী সিনহা, প্রকাশ চ্যাটার্জী, বাবুলে সিনহা, বিশ্বয়া সিনহা, মৃনাল সিনহা, চন্দন দেব ও গৌড়ীয় ভক্তবৃন্দ সহ অন্যানরা।