করিমগঞ্জ সীতানাথ সাধন আশ্রমে বনভোজন উৎসব, কীর্তনে মাতোয়ারা হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ

Spread the love

জুলি দাস ,করিমগঞ্জ, 26 ডিসেম্বর : শ্যামাপ্রসাদপুর (এওলাবাড়ি) দয়ালপ্রভু সীতানাথ সাধন আশ্রমে গোপালের বনভোজন উৎসব বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

৫৫জন বালক গোপাল ভক্ত নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণ ভজন কীর্তনে মাতোয়ারা হয়ে উঠে। শিল্পী লিখা দাস কীর্তন পরিবেশন করেনl

শিল্পী দীপিকা ঘোষ ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘সখি সে হরি কেমন বল’ সংগীত পরিবেশন করেন। শিল্পী মৌসুমী দাস বণিক পর পর দুখানি হিন্দী ভজন ‘নটবর নাগর নন্দা ভজ রে মন গোবিন্দা’, ‘কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল’ পরিবেশন করেন।

শিল্পী সুমিতা দাস ‘আমার এমন সেই রাধা রানী’ গানটি পরিবেশন করেন।

শিল্পী সৌম্মজিত মজুমদার ‘হৃদি পদ্দে চরণ রাখো’, ‘হরে কৃষ্ণ নাম এক মহা মন্ত্র যে’ গান পরিবেশন করেন।

শিল্পী দেবযানী চৌধুরী ‘তুলে বল রে কৃষ্ণ নাম’ গানটি পরিবেশন করেন। শিশুশিল্পী পুনম নাথ ধামাইল গান পরিবেশন করেl গানের সঙ্গে সকলে ধামাইল দেন।

 চলতে থাকে ভজন কীর্তন। দুপুরে ভোগরাগ কীর্তনে সকল ভক্ত সামিল হন। ভোগরাগে ‘ভজ পতিত পাবন শ্রীগৌরহরি’ ও নামগান অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকল ভক্ত দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেন। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন চিরঞ্জিত অধিকারী। মন্দিরা ও ঘোষকের দায়িত্বে ছিলেন বিষ্ণুপদ নাগ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন সুভাষচন্দ্র দাস।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token