করিমগঞ্জ প্রেস ক্লাবের ধিক্কার, উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস জেলাশাসকের
জুলি দাস, করিমগঞ্জ, ২৬ ডিসেম্বর : সাংবাদিকের পরিবারের উপর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পূর্ব পরিকল্পিত হামলার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানিয়ে জেলাশাসকের নিকট স্মারকপত্র তুলে দিয়েছে করিমগঞ্জ প্রেস ক্লাব।
২৪ ডিসেম্বর পাথারকান্দির কানাইবাজার এলাকার গড়েরমুখের সাংবাদিক তথা ব্যবসায়ী নীহাররঞ্জন দেবনাথের দোকানে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন প্রেস ক্লাব করিমগঞ্জ-এর কর্মকর্তারা।
খবরে প্রকাশ, পাথারকান্দির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া তথা কবি-সাংবাদিক নীহারঞ্জন দেবনাথের ছেলে নির্ঝর দেবনাথ স্কুলে যাওয়ার পর বেদম প্রহার করেন স্কুলের একজন শিক্ষক।
এতে সে গুরুতর আহত হয়। পরে এমর্মে পাথারকান্দি থানায় শিক্ষকের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন নীহার দেবনাথ।
এই মারে ছেলের কান থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় পরদিন শনিবার তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান তার বাবা।
এদিকে, এদিন বিকেলে ছেলেকে নিয়ে নীহারবাবু যখন ঘরে ফিরে আসেন তখন অভিযুক্ত শিক্ষক এবং তার সাঙ্গপাঙ্গরা এসে ঘটনার মীমাংসা করতে চান।
তখন নীহার দেবনাথ তাদের বলেন, যেহেতু তাঁর ছেলে বর্তমানে অসুস্থ, তাই সুস্থ না হওয়া পর্যন্ত সমাধান করবেন না।
এরপরেই মহামায়া সুইটস নামে তাঁর দোকানে আক্রমণ করে অভিযুক্ত শিক্ষকের দলবল। সেই সময় দোকান সামাল দিতে থাকা নীহার দেবনাথ, তাঁর স্ত্রী এবং পুত্র-কন্যা সবাইকে মারপিট করা হয়।
ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্ত সামগ্রী ভেঙে চুরমার করে দেয় তান্ডবকারীরা। ফলে আহত নীহার দেবনাথ সহ পরিবারের লোকদের হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, নিগৃহীত সাংবাদিক বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত রয়েছেন।
এধরনের এক ব্যক্তির পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অমানবিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক অরূপ রায়, হীরক দাস, বিভাস বর্ধন, সুজয় শ্যাম, তনুশ্রী রায়, দিব্যজ্যোতি পূরকায়স্থ, জয়দীপ দাস সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
এদিকে, প্রেসক্লাবের সঙ্গে আলোচনাকালে জেলাশাসক মৃদুল যাদব বলেন, বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবেl ইতিমধ্যে পাথারকান্দির সার্কল অফিসারকে এই দায়িত্ব অর্পণ করা হয়। তা ছাড়া বিষয়টি তিনি নিজেও নজর রাখছেন।