ধলাই থেকে ২৮ জানুয়ারি বের হবে হাতে হাত ধরো পদযাত্রা, সমাপ্ত করিমগঞ্জের মালেগড়ে : দেবব্রত
গুয়াহাটী, ১ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করে তুলতে কিছুটা নড়েচড়ে বসেছে।
দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড় যাত্রা করে দেশ চষে ঘুরছেন। এদিকে আসাম কংগ্রেসও কিছুটা তৎপর হয়ে উঠতে শুরু করেছে।
আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি শনিবার বলেছেন, ২৮ জানুয়ারি আসামের বরাক উপত্যকায় কংগ্রেস একে অপরের হাত ধরে হাতে হাত ধোরো পদযাত্রা বের করবে।
বিধানসভার বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া জানিয়েছেন, দক্ষিণ আসামের সীমান্তবর্তী মিজোরামের কংগ্রেস নেতারাও দুই রাজ্যের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য পদযাত্রায় অংশ নেবেন।
এই যাত্রা আসাম-মিজোরাম আন্তঃরাজ্য সীমানান্ত কাছাড় জেলার ধোলাই থেকে শুরু হবে এবং ১০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জের মালেগড়ে শেষ হবে।
১৬৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বরাক উপত্যকার তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির ১৫টি বিধানসভা কেন্দ্রকে কভার করবে।
কংগ্রেস নেতা ও কর্মীরা প্রতিদিন ১১ কিলোমিটার হাঁটবেন বলে বড়া বলেছেন। তিনি বলেন, গোলকগঞ্জ থেকে সাদিয়া পর্যন্ত ভারত জোড় যাত্রার ৪৫ দিনের আসাম কর্মসূচিতে বরাক উপত্যকাকে কভার করা যাবে না।
সইকিয়া বলেন, আসাম-মিজোরাম সীমান্তে অনেক সমস্যা রয়েছে এবং প্রতিবেশী রাজ্যের কংগ্রেস নেতারা দুই রাজ্যের মধ্যে সম্পর্ক উন্নয়নের কর্মসূচিতে অংশ নেবেন। বরাক উপত্যকার সীমান্ত বিরোধের জের ধরে গত বছর আসাম ও মিজোরামের পুলিশ বাহিনীর মধ্যে বন্দুক-যুদ্ধ হয়েছে, যার ফলে আসামের অন্তত ছয়জন পুলিশ কর্মী এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়।