শ্রীনগর, ৪ সেপ্টেম্বর, রবিবার : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টর দিয়ে ভারতে প্রবেশ করার সময় গ্রেফতার পাকিস্তানি জঙ্গি তবরাক হুসেইনের গতকাল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
গত আগস্টে তাকে গেফতারের পর সে নিজেই জানিয়েছিল ফিদাঁয়ে হামলা চালানোর জন্য তাঁকে ভারতে পাঠানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবরাক হুসেইন নামে ওই জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের সরজ কোট গ্রামের বাসিন্দা।
এর আগেও একবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় তাঁকে আটক করেছিল সেনা বাহিনী। সেই সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি দুই সপ্তাহ আগেই, অভিযুক্ত জঙ্গি ফের রাজৌরির নৌসেরা সেক্টর থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।
পালানোর চেষ্টা করলে তাঁর উপর গুলি চালানো হয়, এতে আহত হয় তবরাক। পরে তাকে রাজৌরির একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার সেনাবাহিনীর তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই জঙ্গির। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, যে পাকিস্তানের সেনাবাহিনীই তবরাককে ভারতে পাঠিয়েছিল ফিদাঁয়ে হামলা চালানোর জন্য।
জম্মু-কাশ্মীরেই এই হামলা চালানোর পরিকল্পনা ছিল।
পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর ইউনুফ চৌধুরি নামক এক কর্নেল তাঁকে এই কাজ করার জন্য পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিয়েছিল।
তার সঙ্গে আরও দুই-তিনজন জঙ্গি একাধিকবার ভারতীয় পোস্টে হামলা চালানোর ছক কষেছিল, কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় হামলা চালাতে পারেনি। গত ২১ অগস্ট তাদের ভারতে অনুপ্রবেশ করার সবুজ সঙ্কেত দেন পাক কর্নেল। এরপরই রাজৌরি দিয়ে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে।