জামাইর বিরুদ্ধে করলেন শ্বশুরের মামলা!!
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : ৮ মাসের শিশুকন্যা ফেলে স্ত্রীর মাকে নিয়েই পালিয়ে গেলেন এক যুবক, চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাংলাদেশের পটুয়াখালির মির্জাগঞ্জে।
জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ নিয়ে মামলা করেছেন যুবকের শ্বশুর হালিম সিকদার।
মামলায় আসামি করেছেন তার স্ত্রী ও মেয়ের জামাইকেই। আদালতের বিচারক স্বপন কুমার দাস জামাই ও শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ কাণ্ডে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জামাই সাইদুল ইসলাম (৩৫) গ্রামের মুনসুর হাওলাদারের ছেলে।
পাঁচ বছর আগে হালিম সিকদারের বড় মেয়ের সঙ্গে একই গ্রামের সাইদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই সাইদুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন।
হালিম সিকদার পেশাগত কাজে প্রায়ই বাড়ির বাইরে থাকেন, এ সুযোগে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জামাইবাবা সাইদুল।
গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’র দিন জামাইয়ের হাত ধরে ঘর ছাড়েন শাশুড়ি। এ সময় শ্বশুর হালিম সিকদার তার বাবার চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন।
ঢাকা থেকে এসে প্রতিবেশীদের কাছে জানতে পারেন তার স্ত্রী জামাইয়ের হাত ধরে পালিয়ে গেছেন।
হালিম জানান, বিয়ের পর জামাই সাইদুল আমাদের সঙ্গেই থাকতো এবং ওদের সংসারে ৮ মাসের শিশু কন্যা রয়েছে।
আমি মাসে ২০-২৫ দিনের বেশি কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকতাম।
তখন পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে আমার স্ত্রীর সম্পর্কে জড়ায় জামাই সাইদুল এবং গত ১৪ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তাজ্জব বনে গেছেন গোটা গ্রামের মানুষ। রসালো আলাপ চলছে সর্বত্র জামাই শাশুড়ির এমন প্রেমে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনায়।