ধলাই, ১৩ জানুয়ারি : ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্ব-শাসিত শাখা নেহেরু যুব কেন্দ্র সংগঠন কাছাড়ের ব্যবস্থাপনায় ও চাতলা ভ্যালি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় জাতীয় যুব দিবস পালন করা হয়।
বাঘমারা প্রাঙ্গনে স্থানীয় সমাজসেবী সুকুমার রায়ের পৌরহিত্যে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।
স্বাগত ভাষণে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন আয়োজক সমিতির সভানেত্রী প্রতিমা রাণী দাস। মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী তথা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে নিহার রঞ্জন দাস বলেন স্বামীজীর জীবনাদর্শণ অনুসরণ করে চলা আামাদের প্রত্যেকের কর্তব্য। স্বামীজীর চিন্তাধারা ও আদর্শে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
তাছাড়াও স্বামীজীর জীবনী সহ আদর্শ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ডিআইইটি এর অধ্যাপিকা প্রমিলা দাস, সমাজসেবী তথা শিলকুড়ি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ দাস, শচীন্দ্র দাস, কনকলতা দাস প্রমূখ।
এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ছিল প্রভাতফেরী, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন। উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে আর্ট অফ লিভিং এর পরিচালনায় ত্রৈমাসিক সেলাই প্রশিক্ষণ শিবিরের উদ্ভোধন করেন আইনজীবী তথা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস।