কেটেছে করোনার কাল, নাট্যোৎসব নিয়ে স্বমহিমায় ফিরছে করিমগঞ্জের ‘বহুরূপী’
করিমগঞ্জ, ১ ফেব্রুয়ারি : করিমগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যসংস্থা ‘বহুরূপী’র বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। বিগত বছর দুয়েক করোনার কারণে সংস্থার কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
গত বছরের ডিসেম্বর মাসে নাট্য প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ তাদের প্রেক্ষাগৃহ দিতে অস্বীকার করায় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়ে উঠেনি, এমনটাই জানালেন সংস্থার কর্মকর্তারা।
তবে এবার বার্ষিক সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তারা।
সংস্থার মহড়া কক্ষে সম্প্রতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এদিন পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়।
বহুরূপীর সভাপতি প্রশান্ত কুমার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রশান্ত কুমার চৌধুরীকেই পুনরায় সভাপতি মনোনীত করা হয়।
এছাড়া মণীষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক, সুবীর রায়চৌধুরী ও মনোজ দেবকে সহ-সভাপতি, সানি দে ও অপরাজিতা আচার্যকে সহ-সম্পাদক, সুপ্রতীক রায়কে কোষাধ্যক্ষ, সুদীপ্ত রায়কে সহ-কোষাধ্যক্ষ, মোহনা চক্রবর্তীকে সাংস্কৃতিক সম্পাদক ও আশুতোষ আচার্যকে সহ-সাংস্কৃতিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
শহরের কজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
বহুরূপীর ৪৬ বছরের পথচলায় করিমগঞ্জবাসী তথা উপত্যকাবাসী যেভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন আগামীতেও তারা একইভাবে পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে কর্মকর্তারা জানান, এবার সংস্থার বার্ষিক উৎসবের পাশাপাশি নাট্যউৎসবের আয়োজন করা হবে।
থাকবে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান ৷ একটি নাট্য কর্মশালারও আয়োজন করা হবে। বহুরপীর কার্যক্রমে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।