মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ৮ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় এবারও ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরাকের হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টু দরবার শরীফের প্রখ্যাত পীর শাহ ছুফী আলহাজ্ব হজরত মওলানা আব্দুল আজিজ চৌধুরী নক্সবন্দী মোজাদ্দদী (র:) ও শাহসূফী আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী নক্সবন্দি মোজাদ্দদী (র:) এর বাৎসরিক উরুস মহফিল অনুষ্ঠিত হবে।
এনিয়ে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এদিন সকাল ৮ ঘটিকায় তরিকতের পতাকা উত্তোলনের মাধ্যমে মহফিলের সূচনা করা হবে।
কার্যসূচির মধ্যে রয়েছে কোরআন পাঠ, নাতে মোস্তাফা, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, ওয়াজ মহফিল, মিলাদ শরিফ, তরিকতের খতম, মোনাজাত ও শিরণী বিতরণ।
মহফিল চলবে বিকাল ৫ টা পর্যন্ত। মহফিলে দেশ ও বিদেশের আহলেছুন্নত ওয়াল জমাতের বিশীষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামগণ সহ বিশীষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে ছাহেব বাড়ির পক্ষ থেকে জানা গেছে।
আগামীকাল টান্টু্ দরবার শরীফের ঐতিহাসিক উরুস মহফিলে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান টান্টুর বর্তমান ছাহেবজাদা আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরী। তিনি উরুস মহফিলে আসার সময় গাড়িতে মাইক বাজিয়ে না আসতে অনোরুধ করেন।