গন্ডার হত্যা নিয়ে চমকে দেওয়ার মতো বার্তা দিলেন “টাইটানিক” তারকা লিওনার্দো দি কাপ্রিও
গুয়াহাটি, ১০ ফেব্রুয়ারি : বিভিন্ন ইস্যুতে হিমন্ত বিশ্ব শর্মার নাম যেখানে রাজ্য ও দেশের গণ্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে চর্চিত হচ্ছে সেখানে চমকে দেওয়ার মতো একটি খবর এল অসমের মুখ্যমন্ত্রীর জন্য।
বিশেষ করে বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে আড়াই হাজারেরও বেশি গ্রেফতারি এবং মাদ্রাসায় বুলডোজার চালানো, ১৭০-এর মতো এনকাউন্টার, উচ্ছেদ অভিযান ইত্যাদি নিয়ে আন্তর্জাতিক স্তরের বেশিরভাগ চর্চাই কিন্তু হিমন্তকে নিশানা করেই হয়েছে।
কাঠগড়ায় তোলা হয়েছে অসম সরকারকে।
এমন আবহেই হিমন্তের জন্য সুসংবাদ এল সুদূর হলিউড থেকে, এবারের প্রসঙ্গ অসমের এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার।
খোদ লিওনার্দো দি কাপ্রিও প্রশংসায় ভাসিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারকে।
এটা ঘটনাই বটে, ২০২২ থেকে এখন পর্যন্ত একটি গন্ডারকেও চোরাশিকারিদের হাতে প্রাণ খোয়াতে হয়নি। বলার অপেক্ষা রাখে না, এটা হিমন্ত সরকারের এক বড় সাফল্য।
কারণ, এর আগে বিশেষ করে কংগ্রেস আমলে নির্মমভাবে একের পর এক গন্ডার হত্যা করে চোরাশিকারিদের খড়্গ কেটে নিয়ে যেতে দেখা গেছে।
পৃথিবীর মধ্যে একমাত্র অসমই এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের শেষ বিচরণভূমি হিসেবে টিকে রয়েছে, আর এখানেও যখন এই প্রাণীটিকে হত্যা করা আরম্ভ হয় তখন বিশ্বজুড়ে পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে হিমন্ত এই গন্ডার হত্যায় লাগাম টানতে সক্ষম হয়েছেন।
হলিউডের নায়ক সুপারস্টার লিওনার্দো দি ক্যাপ্রিও এ-ঘটনারই পঞ্চমুখ প্রশংসা করেছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন টাইটানিক, দ্য রেভেন্যান্ট, ইনসেপশন,শাটার আইল্যান্ড, দ্য ওল্ফ অব ওয়াল স্ট্রিট ইত্যাদি ব্লকবাস্টার সিনেমার নায়ক।
অস্কার জয়ী এই অভিনেতার পরিবেশপ্রেমী আলাদা খ্যাতি রয়েছে, আর তাঁরই এমন দেদার সার্টিফিকেট হিমন্তর ছবিকে যে কিছুটা হলেও উজ্জ্বল করবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, এটা হলফ করে বলা যায় ।