তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারি : জঙ্গলে গবাদি পশু চড়াতে গিয়ে বন্যহাতির পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় রাখাল ভৌমিক নামের ৪০ বছরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়া কপালী টিলা এলাকায়।
প্রাপ্ত খবরে জানা যায় যে, শনিবার দুপুরে তেলিয়ামুড়া থানার মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক প্রতিদিনের মতো গরু চড়াতে যায় বাড়ির পার্শ্ববর্তী শালবাগানের জঙ্গলে।
সন্ধ্যা ঘনিয়ে আসলে জঙ্গল থেকে অন্যান্য লোকজন নিজেদের বাড়িতে চলে গেলেও রাখাল ফিরেনি।
সন্ধ্যার পরও রাখাল বাড়িতে না আসাতে খোঁজখবর নিয়ে জঙ্গলে তল্লাশি চালানো হয়। শালবাগান এলাকায় গরুটি পান বাড়ির লোকজন।
এরপর গভীর জঙ্গলে শনাক্ত করা হয় রাখালের মৃতদেহ। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরের।
বনদপ্তরের কর্মীরা এসে মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং রাতে ময়না তদন্তের পর মৃতদেহতে পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়।
রাখালের পরিবারের লোকেদের অভিযোগ, জঙ্গলে গরু চরাতে গেলে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে।
তবে এর আগে বন্য হাতির আক্রমণে আরো বেশ কয়েকজনের প্রাণ অকালে ঝড়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার বন্য হাতির তাণ্ডবের কথা বনদপ্তরকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
একদিকে হাতির তাণ্ডবে যেমন একের পর এক প্রাণ হানির ঘটনা ঘটছে, অন্যদিকে সর্বস্বান্ত করে দিচ্ছে কৃষকসহ এলাকার গৃহস্ত পরিবারগুলোকে।
বন্য হাতির আক্রমণে রাখাল ভৌমিকের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে রাখালের বাড়িতে ছুটে যান ২৯ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা সহ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার এবং টুটন দেব। প্রত্যেকেই তার অকাল প্রয়াণ শোক ব্যক্ত করেন।