কাছাড়ে ২৮ হাজার কেজি সার সহ আটক তিন পাচারকারী

Spread the love

শিলচর, ১৫ সেপ্টেম্বর :  অবৈধভাবে সার পাচারে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। একইসঙ্গে ২৮,২৩০ কেজি অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযানে ইউরিয়া পাচারচক্রের অন্যতম কুখ্যাত মাফিয়া বেরেঙ্গার বাসিন্দা আমজাদ হুসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ইউরিয়ার বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগে উত্তর কৃষ্ণপুরের মিসবা ইসলাম লস্কর এবং ধলাইয়ের সিপার লস্কর নামের পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

আটক করা হয়েছে  এনএল ০১ এডি ২৫৪৭, এনএল ০১ এডি ২৫৪৮ এবং এনএল ০১ এডি ২৫৫১ নম্বরের সার বোঝাই ট্রাক।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, দুদিন আগেও একইভাবে ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ সার বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ।

তিনি জানান, কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে ইউরিয়া পাচারকারীদের শক্ত ঘাঁটি রয়েছে। ইউরিয়া সার পাচারচক্রের অন্যান্য মাফিয়াদের শীঘ্রই করায়ত্ব করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশ সুপার নোমাল মাহাতো।

ধৃত সার পাচারকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ, জানান এসপি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token