লামডিং থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, ১৫ সেপ্টেম্বর : লামডিংয়ে গ্রেফতার করা হল দুই বার্মিজ সুপারি মাফিয়া শহিদ আহমেদ ও ধনেশ্বর মেধি নামের দুই ব্যাক্তিকে। তাদের কাছ থেকে নগদ ৪৪ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার বার্মিজ সুপারি মাফিয়া ধনেশ্বর মেধি ‘ভিডিপি’ গ্রামরক্ষী বাহিনীর সেক্রেটারি।
লামডিং থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০৭ নম্বরের চালককে আটক করা হয়েছে।
লামডিং পুলিশ ১৩ সেপ্টেম্বর রাতে লামডিং থেকে লঙ্কা সংযোগকারী এনএইচ-২৭ এ একটি ৪০৭ গাড়ি নাম্বার AS/02AC-5218 থেকে প্রায় ১,০৫০ কেজি বার্মিজ সুপারি আটক করেছে।
চালের বস্তায় লুকিয়ে AS/02AC-5218 নম্বরের গাড়িতে করে পাচার করছিল বার্মিজ সুপারির মাফিয়ারা।
রাজ্যে বার্মিজ সুপারি প্রচুর চোরাচালান হচ্ছে। জব্দ করা বার্মিজ সুপারি মূল্য প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
দুর্নীতি, দালাল ও মাফিয়াদের বিরুদ্ধে রাজ্য সরকার সজাগ থাকার অনেক কারণ রয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হলেও আসাম পুলিশকে ভয় পাচ্ছে না বার্মিজ সুপারি মাফিয়ারা।
লামডিং থানার অফিসার ইনচার্জ চন্দন জ্যোতি বরার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আমাদের রিপোর্ট দেখার পর আসাম পুলিশ ভবিষ্যতে বার্মিজ সুপারি মাফিয়াদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটাই দেখার বিষয়।