গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর : গুয়াহাটিতে বসে চালাচ্ছিল জাল নোটের কারবার। তবে সেই জাল ভেদ করতে সময় নষ্ট করল না মহানগর পুলিশ।
এক অভিযানে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশের একটি টিম। ধৃত দুজন হল সাইফুল ইসলাম এবং পিয়ার হুসেন।
দিশপুর থানার ওসি রূপম হাজরিকা জানিয়েছেন, বুধবার রাতে তাঁর নেতৃত্বে দুটি দল গুয়াহাটির ছয় মাইল এবং ভগদত্তপুর এলাকায় অভিযান চালায়।
প্রথমে ভগদত্তপুরের দিশান্ত অ্যাপাৰ্টমেন্টে হানা দিয়ে জাল নোটের ৫০০ টাকার দুটি বান্ডিল এবং একটি জাল নোট তৈরির মেশিন বাজেয়াপ্ত করেন তাঁরা।
এর সঙ্গে সাইফুল ইসলাম এবং পিয়ার হুসেন নামের দুই যুবককে আটক করে তাদের একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়।
ওসি হাজরিকা আরও বলেন, লক্ষ্মী সিং নামের এক মহিলা এবং তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চালিয়ে জাল নোটের কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
লক্ষ্মী দম্পতি মূলত মধ্যপ্ৰদেশের বাসিন্দা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।