বহিরাজ্য থেকে আসা রেল শ্রমিক দ্বারা স্থানীয় বাঙালি হেনস্তা! বদরপুরে এরিয়া ম্যানেজারকে বাঙালি নবনির্মাণ সেনার স্মারক পত্র, বরদাস্ত করব না : হুংকার 

Spread the love

বদরপুর, ১৬ সেপ্টেম্বর, শুক্রবার : বহিরাজ্য থেকে চাকরি করতে এসে এখানকার স্থানীয় বাঙালিদের হেনস্তা করার প্রতিবাদে আজ বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের পক্ষে থেকে বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে দেখা করে স্মারক পত্র প্রদান করা হয়।

আলোচনায় বাঙালি নবনির্মাণ সেনা এরিয়া ম্যানেজারকে উদ্বেগ প্রকাশ করে বলে, বিগত কয়েক বছর থেকে বহিরাজ্যের লোকেরা চাকরি নিয়ে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় এসে স্থানীয় বাঙালি জনসাধারণকেই হেনস্তা করছে।

গালিগালাজ সহ বিভিন্ন ভাবে দুর্ব্যবহার এমনকি মানসিক ভাবেও আগাত করছে। তাদের কুব্যাবহার স্থানীয় বাঙ্গালিদের সহ্যের সীমা অতিক্রম করেছে, এমন অবস্থায় বাঙালি নবনির্মাণ সেনা আর চোখ বুজে মেনে নেবেনা বলে স্মারক পত্রে জানিয়ে দেয় হয়।

সেনার প্রতিনিধি দল এরিয়া ম্যানেজারকে স্পষ্ট করে বলেন দেন এসব শ্রমিকরা যদি সংযত না হন তবে তাদের অসুবিধার কারণ হয়ে দাড়াতে পারে।

স্মারকপত্র প্রদান ও এরিয়া ম্যানেজারের সঙ্গে আলচনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঙালি নবনির্মাণ সেনার সর্ব ভারতীয় সভাপতি প্রীতম দেবও।

তিনি বলেন, ব্রিটিশ শাসন থেকে রেল ও জনসাধারণের যৌথ সহযোগিতায় রেলের অনেক উন্নিত হয়েছে, আগে কোনদিন এমন ঘটনা শুনা যায়নি।

কিন্তু বিগত কয়েক বছর থেকে সংঘটিত এইসব ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে রেলের এরিয়া ম্যানেজারকে আর যাতে রেল শ্রমিকরা স্থানীয় বাঙ্গালিদের সঙ্গে কু-ব্যাবহার না করে সে ব্যাপারে সতর্ক করেন।   পরে বাঙালি নবনির্মাণ সেনার সর্ব ভারতীয় সভাপতি প্রীতম দেব স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করে বলেন রেল কতৃপক্ষ যদি সহযোগিতা না করে এবং বহিরাগত রেল শ্রমিকরা স্থানিয় বাঙ্গালিদের সঙ্গে কু-ব্যাবহার এবং অত্যাচার করে, তবে বাঙালি নবনির্মাণ সেনা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token