কাটিগড়া, ১৬ সেপ্টেম্বর, শুক্রবার : বিহাড়া পুলিশ ফাঁড়িতে এলাকার গাঁওরক্ষী বাহিনী ও প্রায় ২৫ টি পূজা কমিটিকে নিয়ে এক বিশাল আকারে শান্তি কমিটি ঘঠন করা হয়েছে।
সভাপতি হিসাবে অসিত দেব ও সম্পাদক হিসাবে বিহাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সুবর্ণ কুমার দাস রয়েছেন।
উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশাল সরকার, কৃষ্ণদাস সিনহা ও বিহাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গাঁওরক্ষী বাহিনীর সভাপতি সুরমান আলী। ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিহাড়া পুলিশ ফাঁড়ির আইসি সুবর্ণ কুমার দাস বলেন, প্রতিটি গাঁওরক্ষী বাহিনী ও দূর্গাপূজা কমিটির সকল সদস্যরা একত্রিত হয়ে দূর্গাপূজা চলাকালীন কোনো ধরনের অপৃতিকর ঘটনা ছাড়া শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কাজ করার অনুরোধ জানান।
এলাকার জনসাধারণের প্রতিও তিনি একই অনুরোধ করেন।
এছাড়া সিঅবিডিও হিতেস চক্রবর্তী বলেন গাঁওরক্ষী বাহিনীরা তাদের প্রতিদিনের আপডেট রিপোর্ট সঠিক সময়ে জমা দিতে হবে।
সভায় গাঁওরক্ষী বাহিনীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে সময়ে সময়ে পূজা মণ্ডবে গিয়ে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে।
গাঁওরক্ষী বাহিনীরা দায়িত্ব পালন থেকে খামখেয়ালি করলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন হিতেশ চক্রবর্তী। বিস্তারিত আলোচনা পর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার পূজা মণ্ডব গুলোকে প্রতিমা, শান্তি শৃঙ্খলা ও সাজ-সজ্জার উপর বিশেষ পূরস্কার দেওয়া হবে।