সুপ্রিয় পাল,দুল্লভছড়া,১৮ সেপ্টেম্বর -করিমগঞ্জের এন ওয়াই কে ও মানব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় ১৪ সেপ্টেম্বর থেকে সুচনা হয়েছে হিন্দী দিবস পালনের, চলবে আগামী ১৫ দিন পযর্ন্ত। বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এই দিনটি।
দুল্লভছড়ায় হিন্দী বিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ে এই দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন হিন্দী শিক্ষক উমাশঙ্কর সিং ও প্রধান শিক্ষক নন্দলাল কোহার।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী চন্দ্র কান্ত সিনহা, শিক্ষক শান্তনু কর, রাকেশ কানু ও ফিউচার ক্লাবের সদস্য উওম গোস্বামী। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সমবেত সঙ্গীতও পরিবেশন করে।