সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৮ সেপ্টেম্বর : রাতাবাড়ি বিধান সভার পাতিয়ালা গ্রামে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ সিংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের প্রাণপুরুষ কবি-লেখক, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি গোপীনাথ সিংহের বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন্দোলনের ইতিহাস গ্রন্থ উন্মোচন করলো।
৩৯১ নং পাতিয়ালা প্রাথমিক বিদ্যালয়ে সিংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় গ্রন্থটির উন্মোচন করা হয়।
সভায় নারায়ণ নাথ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ নীতু সিংহ প্রারম্ভিক বক্তব্য রাখের এবং পরে গ্রন্থের উন্মোচন করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীরেন্দ্রকুমার সিংহ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি তথা মহাসভার কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি অনিল সিংহ গৌতম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তথা মহাসভার সহ সভাপতি রসময় সিংহ এবং প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের আসাম রাজ্যিক সভাপতি দিলস লক্ষ্মীন্দ্র সিংহ, বিএমডিসির সদস্য সুরজিত সিংহ, মহাসভার কার্যকরী সাধারণ সম্পাদক সব্যসাচী সিংহ, সাহিত্য পরিষদের আসাম রাজ্যিক সহ সভাপতি জ্যোতিকান্ত সিংহ, মহাসভার সহ সভাপতি সুভাষ সিংহ, হরিদাস সিংহ, জীবন সিংহ প্রমুখ। সভাপতি বীরেন্দ্র কুমার সিংহের সমাপ্তি ভাষণের পর সিংলা আঞ্চলিক সম্পাদক কাঞ্চনবরণ সিংহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।