সুপ্রিয় পাল,দুল্লভছড়া,১৮ সেপ্টেম্বর : করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং দুল্লভছড়া স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজীর জন্মদিনকে বিকাশ দিবস হিসাবে পালন করা হয়।
দুল্লভছড়া রায়শর্মা কমপ্লেক্স বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত চরগোলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি জীতেন্দ্রলাল রায় মোদিজীর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।
তিনি বক্তব্যে জনগনকে সরকারের বিভিন্ন প্রকল্পের যেমন অটল পেন্সন যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীন আবাস যোজনা, দীনদয়াল উপাধ্যায় অন্তদয়া যোজনা, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ইত্যাদির সুযোগ গ্রহন করার জন্য আবেদন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুল্লভছড়া বিজেপি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক পরাগ পাল, বিশিষ্ঠ সমাজকর্মী দাউদ খান প্রমুখ ব্যক্তিবর্গ।
তাছাড়াও বিকাশ দিবসের অঙ্গ হিসাবে এদিন বিভিন্ন স্থানে বৃক্ষ রোপোন করা হয়।
এতে অংশগ্রহন করেন শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর সংস্কৃতি কেন্দ্রের প্রাক্তন সভাপতি সুভাষচন্দ্র সিংহ, নেহরু যুবকেন্দ্র করিমগঞ্জ জেলা শ্রেষ্ঠ যুব সন্মান প্রাপক তথা সিংহ সঙ্ঘ যুব সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবদাস সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ।
ধন্যবাদ জ্ঞাপন করেন দুল্লভছড়া স্পোর্টস কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা ।