গ্রীনফিল্ড বিমানবন্দর! বিরোধীদের দিকে আঙ্গুল না তোলে সাংসদ রাজদীপকে বরাকের বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিয়ে তদ্বির করার শলা বিডিএফ-র

Spread the love

১৭ জুন, ২০২২ ইং, শুক্রবার, শিলচরঃ বিরোধী দল বরাকের উন্নয়ন চায়না বলে গতকাল গ্রীনফিল্ড বিমানবন্দর সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন সাংসদ রাজদীপ রায়। তার এই অভিযোগকে খণ্ডন করে বর্তমানে বিকল্প যোগাযোগ ব্যাবস্থা এবং প্রস্তাবিত এইমস নিয়ে মনোযোগ হতে পরামর্শ দেয় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, একমাত্র ডলু বাগান ছাড়া গ্রীনফিল্ড বিমানবন্দরের জন্য বরাক উপত্যকায় কোনো জমি পাওয়া যাবে না এটা অবিশ্বাস্য। তিনি বলেন উপত্যাকার মধ্যবর্তী বদরপুর,পাচগ্রাম ইত্যাদি জায়গায় এই বিমানবন্দর হলে তিন জেলার নাগরিকরাই উপকৃত হবেন এবং এই মর্মে দাবিও উঠেছে। সরকারের সদিচ্ছা থাকলে এই অঞ্চলে জমির সমীক্ষা চালানো উচিত। কিন্তু এসব না করে যেভাবে সাংসদ ডলুর ব্যাপারে গোঁ ধরে বসে আছেন তাঁতে এর পেছনে কোথাও সংশ্লিষ্টদের ব্যাক্তিগত বা ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে বলে সন্দেহ হওয়া স্বাভাবিক।

বিচ্ছিন্ন বরাক, ব্যবস্থা নিতে সাংসদ রাজদিপ রায়কে শলা দিলেন বিডিএফ আব্বায়ক প্রদীপ দত্তরায়।

দত্তরায় বলেন, সাংসদ বারবার যে উন্নয়নের দোহাই দিচ্ছেন তা কি শুধু গ্রীনফিল্ড বিমানবন্দরেই সীমাবদ্ধ? এই মুহূর্তে বরাক সড়ক ও রেলপথে ভারত থেকে বিচ্ছিন্ন। তিনি প্রশ্ন তুলে বলেন, উচ্চবিত্ত ছাড়া উপত্যাকার কত শতাংশ মানুষ বিমানে যাতায়াত করতে সক্ষম ? বিকল্প সড়ক বা রেলপথ নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই কেনো ?

বরাক উপত্যকা থেকে ঝুলি ভরে ভোট পাবার পরও বিজেপি সরকার যে বরাকের উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছুই করতে পারেনি আজকের অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন, উন্নত যোগাযোগ ব্যাবস্থা একটি অঞ্চলের উন্নয়নের প্রাথমিক শর্ত। তাই সাংসদের যদি তার ভোটারদের প্রতি ন্যুনতম দায়বদ্ধতা থাকে তবে অবিলম্বে বরাকের বিকল্প সড়ক ও রেল যোগাযোগ নিয়ে মাথা ঘামানো জরুরী। একজন সাংসদ হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বিকল্প যোগাযোগ প্রকল্পগুলো রূপায়ণ করা প্রয়োজন।

বিডিএফ মুখ্য আব্বায়ক বলেন, সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সংসদীয় কমিটি শিলচরে একটি এইমস স্থাপন করার জন্য প্রস্তাব দিয়েছে। এর জন্য রাজ্যসভা সাংসদ রামগোপাল যাদবকে সাধুবাদও জানান। তিনি বলেন, এটা বরাকের দীর্ঘদিনের সমস্যা সমাধানের একটি সুবর্ণ সুযোগ। দ্রুত বাস্তবায়নে সাংসদ হিসাবে রাজদীপ রায়কেই দায়িত্ব নেওয়া উচিত, অন্যথায়  আমরা বুঝব যে ব্যাক্তিগত ও ব্যাবসায়িক স্বার্থে তিনি এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। দত্তরায় বলেন, বরাকের সবাই গ্রীনফিল্ড বিমানবন্দর হোক এটা চান কাজেই এসব মিথ্যা রটিয়ে কোনো লাভ হবে না।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token