করিমগঞ্জ, ১৯ সেপ্টেম্বর : পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে দুষ্কৃতীরা কত যে নিত্যনতুন কৌশল বার করছে তা দেখলে অবাকই হতে হয়। তবে পাল্লা দিয়ে পুলিশও এসব অপরাধে জড়িতদের পাকড়াও করে যাচ্ছে।
এবার যেমন গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধার করা হল প্রায় সাড়ে ৪ কোটি টাকার সন্দেহজনক হেরোইন। করিমগঞ্জের সীমান্তবর্তী পাথারকান্দি থানাধীন কাসেরগাঁও গ্রামের ঘটনা।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চলা অভিযানে আটক করা হয় এই বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী।
মূলত হেরোইন পাচারকারী গাড়ি হাইজ্যাক হওয়ার সূত্র ধরেই পুলিশ এই অভিযানে নামে এবং শেষ পর্যন্ত রবিবার বিকেল নাগাদ হাইজ্যাক চক্রের গাড়ি চালক নাজিম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সন্ধ্যা বেলায় পুনরায় অভিযানে নামে।
এরপরই কাসেরগাঁওর জামিল হোসেন নামের এক যুবকের বাড়ি থেকে সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়।
পাশাপাশি এঘটনায় জড়িত কাবাড়িবন্দের ব্যবসায়ী নিজাম উদ্দিনকেও আটক করে পুলিশ।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্যান্য সঙ্গিদের পাকড়াও করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত সন্দেহজনক হেরোইনের পরিমাণ ৬৯০ গ্রাম বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।